Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমুহ

আমাদের অর্জনসমূহ

শহর সমাজসবো কার্যালয়, বগুড়া সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ের একটি কার্যালয়। সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্থ পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। অত্র কার্যালয়ের মাধ্যমে 75,26,793/- টাকার প্রারম্ভিক ঘূর্ণায়মান সুদমুক্ত ঋণ বিতরণ করে 4322 জনের অধিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা হয়েছে। এ কার্যক্রম ঘূর্ণায়মান আকারে অব্যাহত রয়েছে। একইভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে 150 জন প্রতিবন্ধীর মাঝে 17,20,537/- টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের অধীন 6541 জন বয়স্ক ভাতাভোগী,  1346 জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং 3038 জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, 105 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তি মোট 11030 জন ভাতাভোগী জিটুপি কার্যক্রমের আওতায় সরাসরি ভাতার টাকা  ঘরে বসে গ্রহণ করছেন। 4500 জন প্রতিবন্ধী ব্যক্তির প্রতিবন্ধিতা সনাক্তকরণ, তার মাত্রা নিরূপন ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। অত্র কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, মোবাইল সার্ভিসিং ও টেইলারিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।